দিনহাটার গর্ব! ইসরোর বিজ্ঞানী হলেন দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী

Dinhata News


দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী ইসরোতে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেলো।আর তাতেই খুশীর হাওয়া চন্দ বাড়িতে।

ময়ূরাক্ষী ২০১৪ সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়ে ২০১৬ সালে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে।এরপর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট থেকে সয়েল সায়েন্স নিয়ে এমএসসি শেষ করে।বর্তমান ওই ইন্সটিটিউটেই সয়েল সায়েন্সে গবেষণা করছে সে।

লিখিত পরীক্ষা উওীর্ণ হলে ২০ মার্চ মৌখিক পরীক্ষা হয়।যার ফলাফল ৮ এপ্রিল জানানো হয়।সেখানেই ময়ূরাক্ষী জানতে পারে ইসরো যে চারজনকে বেছে নিয়েছে নতুন বিজ্ঞানী হিসেবে তাদের মধ্যে সে একজন।আর এরপরেই তার বন্ধুরাই তার বাড়িতে খবর দেয়।




ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দের কথায় মেয়ে বরাবরই ভালো ছাত্রী,ওর সাফল্যে আমরা খুব খুশী।ময়ূরাক্ষী জানায় বর্তমান সে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে থেকে গবেষনা করছে।এরই মাঝে এই সুযোগ বড়ো পাওনা।তার কথায় ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়েছি।