চাকরি হারা অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চাকরি হারা অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিলের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যায়। আচার্য সদনে এসএসসি অফিসের পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে নিবেদিতা ভবনে মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও। ২০১৬-র SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আন্দোলন। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি'র কর্মীরাও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি উঠছে। এর মাঝেই বড় ঘোষনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বার্তা দেন, 'চাকরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন করা হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা। চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা।' নবান্নের বৈঠকে চাকরিহারাদের বৈঠকে ফোনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। চাকরি হারা শিক্ষকদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ থাকলেও অশিক্ষক কর্মীদের রায় বহাল রয়েছে।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘যতক্ষণ না আইনত কোনও ব্যবস্থা হচ্ছে, গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের কোনও সুরাহা হচ্ছে, ততদিন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার, গ্ৰুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে। আমরা কোনও ভাগাভাগি করছি না। কারণ, আমরা কোর্টের রায় মেনেই কাজ করব।’
মমতা বলেন, ‘শিক্ষক, শিক্ষাকর্মী সবার জন্যেই রিভিউ পিটিশন। আইনের ব্যবস্থা তৈরি করছি। সেই জন্যে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে ভুল করতে চাই না। চাকরি ব্রেক হয়ে গেলে সমস্যা হয়। আমাদের রিভিউ করতে করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে কয়েক হাজার শিক্ষাকর্মীরও। তাঁদের জন্যই ভাতা ঘোষণা করল রাজ্য সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊