civic volunteer recruitment 2025: জরুরি ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ !
রাজ্য সরকার, জরুরি ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে। এই প্রক্রিয়ায় ১০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর।
মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে ছাড়পত্র মিলেছে। দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষেই তাঁদের নিয়োগ হবে। মূলতঃ যান চলাচল নিয়ন্ত্রণের কাজেই তাঁদের ব্যবহার করা হবে বলে জানা গেছে।
১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে। সেখানে পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বাকি ১৪টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ।
এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগের জন্য দু’টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊