SSC-র পুরো প্যানেল বাতিল, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের



SSC-র পুরো প্যানেল বাতিল, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। SSC-র পুরো প্যানেল বাতিল করল দেশের শীর্ষ আদালত। নির্দেশ দেওয়া হল, 'যাঁদের চাকরি বাতিল হল, তাঁদের বেতনের টাকা ফেরত দিতে হবে।'



এসএসসি মামলায় বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। আজ ছিল সুপ্রিমকোর্টে ২০১৬ এসএসসি মামলায় শুনানি। আর সেই শুনানির দিকে তাঁকিয়ে ছিল গোটা বাংলা। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় দেশের শীর্ষ আদালত কি রায় দেবে সেদিকেই নজর ছিল সবার। সুপ্রিমকোর্ট শেষমেষ হাইকোর্টের রায়কেই বহাল রাখলো। বাতিল হয়ে গেল পুরো প্যানেল। 


ঘোষিত রায়ে বলা হয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালের এসএসসিতে যাঁরা চাকরি করছিলেন তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে বেতন পাবেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। 



সুপ্রিম কোর্ট বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বাদ যাবেন তাঁদের বেতন দিতে হবে।