জাল ভারতীয় পরিচয়পত্রসহ এক বাংলাদেশি যুবক গ্রেফতার

জাল ভারতীয় পরিচয়পত্রসহ এক বাংলাদেশি যুবক গ্রেফতার


জাল ভারতীয় পরিচয়পত্রসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল চ্যাংড়াবান্ধা আইসিপি-র পুলিশ। রবিবার বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে চ্যাংড়াবান্ধা আইসিপি-তে আসে জিয়ারুল হক নামে এক ব্যক্তি। তাঁর পাসপোর্টে অসংগতি নজরে আসতেই পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জেরার মুখে প্রকাশ্যে আসে তাঁর আসল পরিচয়। পুলিশ জানতে পারে, জিয়ারুল হক প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক এবং তাঁর কাছে থাকা পরিচয়পত্র জাল। এই ঘটনার পর সোমবার সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি জানান, "ধৃত ব্যক্তির কাছে মোহাম্মদ উজ্জ্বল নামের একটি বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তদন্তে জানা গেছে, সে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করে এবং পরে অবৈধভাবে জাল পরিচয়পত্র তৈরি করে।"

এই ঘটনায় আরও এক ভারতীয় যুবকের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। সন্দীপ গড়াই জানান, বাংলাদেশি যুবককে এদেশে এনে জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অপরাধে হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এলাকার বাসিন্দা ফিরোজ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।