অল্পেতে রক্ষা পেলেন ইউনিভার্স বস, ১৪ বছরের বৈভব গড়লেন একাধিক নজির
আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় ইনিংসে ব্যাট করে একাধিক নজির গড়লেন ১৪ বছরের বৈভব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ইনিংস খেলে ফেললেন তিনি। আর এই ইনিংসের সুবাদে ইউসুফ পাঠানকে ছাড়ালেন তিনি অল্পেতেই বাঁচলেন ইউনিভার্স বস ক্রিস গেইল।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করল বৈভব। ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করেছে সে। এর আগে বিজয় জোলে ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ১৮ বছর ১১৮ দিন বয়সে। ২০২০ সালে বরিশালের ব্যাটার পারভেজ হোসেন ইমন ১৮ বছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিরুদ্ধে শতরান করেছিলেন।
২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার ১৯ বছর ২৫৩ দিন বয়সে শতরান করেছিলেন ডেকান চার্জার্সের বিরুদ্ধে। এবার সেই রেকর্ড ভাঙলো বৈভব। আইপিএলে সবথেকে কম বয়সে শতরান করার রেকর্ড এখন তাঁর দখলে।
সবচেয়ে কম বয়সে আইপিএলে অর্ধশতরান করল বৈভব। আগের রেকর্ড ছিল রাজস্থানেরই রিয়ান পরাগের। ২০১৯ সালে দিল্লির বিরুদ্ধে ১৭ বছর ১৭৫ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন রিয়ান।
২০১০ সালে রাজস্থানের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৩৭ বলে শতরান হাঁকিয়েছিলেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের সেই রেকর্ড ভেঙে ৩৫ বলে শতরান করলেন বৈভব। কিন্তু অল্পেতেই টপকাতে পারেননি গেইলকে। গেইল ৩০ বলে শতরান করেছিল আইপিএলে। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে শতরান করল বৈভব।
১৮ বছর হওয়ার আগে আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছে বৈভব। ইতিমধ্যেই ১৬টি ছয় হয়ে গিয়েছে তার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যৌথ ভাবে রয়েছেন অভিষেক শর্মা এবং রিয়ান পরাগ। দু’জনেই পাঁচটি করে ছয় মেরেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊