'হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত' - অনুব্রত মণ্ডল
হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত। উজ্জ্বল হক কাদেরীর রক্ত আর আমার রক্ত কি আলাদা? কোনো ডাক্তার বলে দেবে এটা হিন্দুর রক্ত এটা মুসলমানদের রক্ত তাহলে আমি দল করা ছেড়ে দেব- খয়রাসোলে দলীয় কর্মীসভায় এসে ওয়াকফ বিল সংক্রান্ত বিষয়ের উপর এক সাক্ষাৎকারে মন্তব্য করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।
পাশাপাশি ব্লক এলাকায় খুন, বোমাবাজি প্রসঙ্গে বলেন খয়রাসোল এলাকার মানুষ শান্তিপ্রিয়। আবার বলেন খয়রাসোল এলাকার মানুষ বোকা কিছু মানুষের উস্কানি থেকে এরূপ ঘটনায় জড়িয়ে যাচ্ছে। খুন, বোমাবাজি ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে।
বীরভূম জেলার খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের বুধবার ফিতে কেটে উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।পরবর্তীতে খয়রাসোল ব্লক এলাকার দশটি পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি ও অঞ্চল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং সাংগঠনিক ও আগামী নির্বাচনের দলীয় রণকৌশল সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করা হয় বলে জানা যায়।
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একপ্রকার আগেভাগেই ভোট ময়দানে অবতীর্ণ বলা যেতেই পারে। এদিন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ছাড়াও খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনাল কান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন কুমার দে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊