ব্যাগ থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Siliguri news



নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি

সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গেছে এদিন শিলিগুড়ির প্রধাননগর থানার মালাগুড়ি হনুমান মন্দির এর কাছ থেকে উদ্ধার করা হয় সদ্যজাত শিশু কন্যাটিকে। উদ্ধার করে প্রধান নগর পুলিশ। ঐ কন্যা সন্তানটিকে নিয়ে ঘুরছিল এক ভবঘুরের!

সদ্যোজাত কন্যা সন্তানকে কাপড়ের জড়িয়ে ব্যাগে করে রাস্তায় ফেলে দিল কে?তা নিয়েই উঠছে প্রশ্ন।

এ দিন দুপুরবেলায় বাসিন্দাদের কাছ থেকে খবর পায় প্রধান নগর থানার পুলিশ । প্রধান নগর থানার পুলিশের কাছে খবর পৌঁছায় একটি কন্যা সন্তানকে নিয়ে এক ভবঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার ফলে এসে পৌঁছায় শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। পুলিশ স্থানীয়দের সাহায্যে ওই সদ্যোজাত শিশু কন্যাটাকে উদ্ধার করবার পর শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান কন্যা সন্তানটির মাথায় জল জমে রয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন, এরপর সেই শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তড়িঘড়ি শিশু কন্যাটিকে অ্যাম্বুলেন্স করে মেডিকেল কলেজ হাসপাতালে। প্রধান নগর থানার পুলিশ ও সাথে সাথে রওনা দেয় মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে শুক্রবার সকালে মাল্লাগুড়ির হনুমান মন্দিরের পেছনে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ব্যাগে ওই কন্যা সন্তানকে নিয়ে ঘুরছিল বিষয়টি নজরে আসে স্থানীয়রা। এর পরে খবর দেওয়া হয় পুলিশকে। প্রধান নগর থানার পুলিশ ওই ভবঘুরেকে আটক করেছে। কোথা থেকে ওই ভবঘুরে শিশুটিকে পেয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে প্রধান নগর থানা।