ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিনহাটা তৃণমূল নেতা আব্দুল মান্নানের কেসে নতুন মোর ! 

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিনহাটা তৃণমূল নেতা আব্দুল মান্নানের কেসে নতুন মোর !


ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিনহাটা তৃণমূল নেতা আব্দুল মান্নানের কেসে নতুন মোর। অভিযোগকারী নির্যাতিতা মহিলা ও তার পরিবারের প্রতি পাল্টা অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় পথ অবরোধ করলো গ্রাম পঞ্চায়েতের সাধারণ বাসিন্দারা।


বাসিন্দাদের অভিযোগ ধর্ষণের অভিযোগে তদন্ত করার জন্য আজ যখন পুলিশ এলাকায় এসেছিল ঠিক সেই সময় নির্যাতিতার পরিবার তথা নির্যাতিতার বাবা-মা এবং ভাই সকলে মিলে পুলিশের সামনেই গ্রামবাসীদের উপর চড়াও হয়। একই সাথে গ্রামবাসীদের মুখ না খোলার জন্য হুমকি দিতে থাকে। এমনকি এক প্রসূতি মহিলাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। 

গ্রামবাসীদের আরো দাবি গোটা ঘটনাটি হয়েছে পুলিশের সামনে তাই পুলিশ যতক্ষন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে। 

অপরদিকে দিনহাটা মহকুমা হাসপাতালে শুয়ে নির্যাতিতা ওই মহিলা দাবি করেন আজ সকালে যখন পুলিশ তদন্ত করার জন্য এলাকায় আসে তখন তৃণমূল নেতা আব্দুল মান্নানের অনুগামীরা তার এবং তার মায়ের উপর চড়াও হয়। আর এতে গুরুতর আহত হয়ে সে নির্যাতিতা এবং তার মা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

একদিকে নির্যাতিতা মহিলার অভিযোগ এবং অপরদিকে নির্যাতিতার বিরুদ্ধে গ্রামবাসীদের পাল্টা অভিযোগ এই দুই মিলে ইতিমধ্যে সরগরম দিনহাটা ১ নং ব্লকের আটিয়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা।

শেষ পাওয়া খবরে, নির্যাতিতার বাবা এই বিষয় নিয়ে দিনহাটা থানায় অভিযোগপত্র জমা দিয়েছে।