Latest News

6/recent/ticker-posts

Ad Code

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, আহত ব্রাত্যও!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, আহত ব্রাত্যও!

Bratya basu


তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠক সেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেড়োনোর পথে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যর গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করলেও কথা বলতে পারেননি শিক্ষামন্ত্রী। চলতে থাকে বিক্ষোভ। ওঠে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক স্লোগান’। পরে মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা দু’টি পাইলট কারে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া গাড়ির ‘লুকিং গ্লাস’ও।




গাড়ি ভাঙচুরের পাশাপাশি আহত হন শিক্ষামন্ত্রী নিজেও। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি যান এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। প্রসঙ্গত শনিবার বেলায় যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠকে যোগ দেন ব্রাত্য। সেই বৈঠক শুরু হওয়ার আগে তৈরি হয় উত্তেজনা। বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন ব্রাত্য। তিন নম্বর গেটের পিছন দিয়ে নিয়ে যাওয়া হয় ব্রাত্যকে।



এমনকি এদিন বাদ যাননি অধ্যাপকরাও। প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি ওয়েব কুপারের সদস্যদের এমনটাই দাবি সূত্রের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে। আহত হয়েছেন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code