Latest News

6/recent/ticker-posts

Ad Code

World Poetry Day: কোচবিহারে পালিত হলো বিশ্ব কবিতা দিবস

কোচবিহারে পালিত হলো বিশ্ব কবিতা দিবস

celebrates the World Poetry Day




১৯৯৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ৩০তম সাধারণ সম্মেলনে ইউনেস্কো প্রথম ২১শে মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে গ্রহণ করে । ইতিহাস জুড়ে প্রচলিত, কবিতায় বিভিন্ন ধরণের ভাষা, অভিব্যক্তি এবং তাৎপর্য রয়েছে। বিশ্ব কবিতা দিবস মানবজাতির সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক ও ভাষাগত প্রকাশভঙ্গির উদযাপন করে। কবিতা বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে চলেছে এবং বিশ্বজুড়ে অসংখ্য রূপে এটি পাওয়া যায়।

আজ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিন আয়োজিত কোচবিহার জেলা কবিতা উৎসব সাহিত্য সভায় অনুষ্ঠিত হলো।

celebrates the World Poetry Day

কবিতা উৎসব প্রথমার্ধে প্রতিযোগিতা মূলক আবৃত্তি দিয়ে অনুষ্ঠিত হয় । দ্বিতীয়ার্ধে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথি, বাচিক শিল্পীরা স্বরচিত কবিতা পাঠ স্বরচিত কবিতা পাঠ করেন।

কবিতা উৎসবে উপস্থিত ছিলে ড: দিগ্বিজয় দে সরকার, সঞ্জয় সোম, সুনীল সাহা, দীপায়ন ভট্টাচার্য, ড: সাগরিকা দত্ত, সুবীর সরকার, সুচিস্মিতা দেবনাথ সহ প্রমুখরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code