কোচবিহারে পালিত হলো বিশ্ব কবিতা দিবস

celebrates the World Poetry Day




১৯৯৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ৩০তম সাধারণ সম্মেলনে ইউনেস্কো প্রথম ২১শে মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে গ্রহণ করে । ইতিহাস জুড়ে প্রচলিত, কবিতায় বিভিন্ন ধরণের ভাষা, অভিব্যক্তি এবং তাৎপর্য রয়েছে। বিশ্ব কবিতা দিবস মানবজাতির সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক ও ভাষাগত প্রকাশভঙ্গির উদযাপন করে। কবিতা বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে চলেছে এবং বিশ্বজুড়ে অসংখ্য রূপে এটি পাওয়া যায়।

আজ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিন আয়োজিত কোচবিহার জেলা কবিতা উৎসব সাহিত্য সভায় অনুষ্ঠিত হলো।

celebrates the World Poetry Day

কবিতা উৎসব প্রথমার্ধে প্রতিযোগিতা মূলক আবৃত্তি দিয়ে অনুষ্ঠিত হয় । দ্বিতীয়ার্ধে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথি, বাচিক শিল্পীরা স্বরচিত কবিতা পাঠ স্বরচিত কবিতা পাঠ করেন।

কবিতা উৎসবে উপস্থিত ছিলে ড: দিগ্বিজয় দে সরকার, সঞ্জয় সোম, সুনীল সাহা, দীপায়ন ভট্টাচার্য, ড: সাগরিকা দত্ত, সুবীর সরকার, সুচিস্মিতা দেবনাথ সহ প্রমুখরা।