Breaking: দিনহাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির




দিনহাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনার বিবরণী জানা গিয়েছে শুক্রবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ বলরামপুর রেলগেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অখিল রায় নামে এক ব্যক্তির।

জানা গেছে সেই ব্যক্তি জল এবং ফল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন, সেই সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে অখিল রায়ের বাড়ি দিনহাটার ভিলেজ ওয়ান এলাকার বাসিন্দা। ঘটনায় চাঞ্চলো সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ ।