জলপাইগুড়ি টাউন স্টেশনে খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে অমৃত ভারত প্রকল্পের কাজ

Work on Amrit Bharat project to begin soon at Jalpaiguri Town Station


এক বছরের মধ্যেই শেষ হবে জলপাইগুড়ি টাউন স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ। কর্ম সংস্থান হবে অনেক মানুষেরই বলে দাবি করছেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়।

জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীরা দোকান ভেঙে দিয়ে নির্দিষ্ট জায়গা দিয়েছে রেল দপ্তরকে। আর সেখানেই রেল দপ্তর জেসিবি দিয়ে জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানকার কাজ শুরু করছে।

ইতিমধ্যেই টাউন স্টেশন সংলগ্ন জায়গায় তৈরি হয়েছে অমৃত ভারত প্রকল্পের চলন্ত সিঁড়ি ও প্ল্যাটফর্ম। আর কিছুদিনের মধ্যেই অমৃত ভারত প্রকল্পের জলপাইগুড়ি টাউন এর সামনের কাজ শুরু হবে। এমনটাই রেল দপ্তর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জলপাইগুড়ির সংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, জলপাইগুড়িতে পাঁচটি অমৃত ভারত প্রকল্পের স্টেশন তৈরি হবে। যার মধ্যে জলপাইগুড়ি টাউন, রোড স্টেশন , হলদিবাড়ি, ধুপগুড়ি ও নিউ মাল জংশন সহ আরো দুটি প্ল্যাটফর্মের কাজ হবে। পাশাপাশি আরও দুটি স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।