রাতের ট্রেন পাচ্ছে উত্তরবঙ্গ! রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন শিলিগুড়ির বিধায়কের

North Bengal is getting night trains



শিলিগুড়ি: গত কয়েকদিন আগেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডক্টর শংকর ঘোষ কেন্দ্রীয় রেলমন্ত্রী কাছে আবেদন জানান উত্তরবঙ্গ থেকে রাজ্যের রাজধানী কলকাতায় রাত্রিকালীন ট্রেন চলাচলের জন্য। এই বিষয় তিনি রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন এবং তার সঙ্গে দেখা করে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেনের জন্য আবেদন করেন।

এরই মাঝে কেটে গিয়েছে কয়েকটা দিন। অবশেষে সাড়া মিলল আবেদনের। চালু হতে যাচ্ছে রাত্রিকালীন কলকাতাগামী ট্রেনের। তবে আপাতত সাপ্তাহিক ব্যাপী চলবে রাত্রিকালীন ট্রেন, ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে রেলমন্ত্রকের তরফে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়কে সামনে রেখে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

তিনি বলেন, গত কয়েকদিন আগেই রেলমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ থেকে রাত্রিকালীন কলকাতাগামী ট্রেনের আবেদন করেন তিনি। আর সেই আবেদনের পরেই কয়েকদিন যেতে না যেতেই উত্তরবঙ্গের মানুষদের জন্য সাড়া দিলেন রেলমন্ত্রী। তবে আপাতত সাপ্তাহিকব্যাপী জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদা গামী রাত্রিকালীন ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে নোটিফিকেশনের মধ্য দিয়ে। এবং পরে তা হয়তো পরিবর্তন করে প্রত্যেকদিন ব্যাপিও করা হতে পারে। যেমনটা আবেদনে জানিয়েছিলেন বিধায়ক। তবে আপাতত রেলমন্ত্রীর আংশিকভাবে উত্তরবঙ্গবাসীর জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।