বাড়বে তাপমাত্রা! চলবে তাপপ্রবাহ! কি জানাচ্ছে হাওয়া অফিস?


Weather update


চলছে বসন্তকাল কিন্তু আবহাওয়া দিচ্ছে অন্য বার্তা। দৈনিক বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ ডিগ্রিতে পৌঁছোতে পারে তাপমাত্রা।

বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলায় আগামী ২-৩ দিন বাড়বে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সেইসঙ্গে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে ২০ তারিখ বা তারপর থেকে। পরবর্তী কয়েকদিন বেশ খানিকটা কমবে তাপমাত্রা। ২০-২১ এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে।