নিউজিল্যান্ড ম্যাচে ৭ রেকর্ড ভাঙার সুযোগ কোহলির!
চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন বিরাট কোহলি। এ বার সামনে নিউ জ়িল্যান্ড। আজ রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। যদিও ইতিমধ্যে শেষ চারে নিজেদের জায়গা ফাঁকা করেছে রোহিত ব্রিগেড। তবে গ্রুপে শীর্ষে নাকি দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে যাবে তা নির্ভর করবে আজকের ম্যাচের ওপর। আর সেই ম্যাচেই মোট সাতটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। তার জন্য খেলতে হবে আরও একটি বড় রানের ইনিংস। আজ এক দিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলতে নামবেন কোহলি।
কি কি রেকর্ড ভাঙার সুযোগ কোহলির?
- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। আজ সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন শিখর। এরপর দ্বিতীয় স্থানে ১৩ ম্যাচে ৬৬৫ রান করে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। কোহলি ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। তবে ৫১ রান করলে ভেঙে দিতে পারেন ধাওয়ানের রেকর্ড।
- ১৭ ম্যাচে ৭৯১ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করার নজির গেইলের দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহেলা জয়বর্ধনে (৭৪২)। কোহলি এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪২ রানের ইনিংস খেলতে পারলেই কোহলি টপকে যাবে গেইলকে। যদিও আরও ম্যাচ রয়েছে সেই ম্যাচেও সুযোগ থাকবে এই রেকর্ড ভাঙার। কারণ ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া।
- এক দিনের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে ক্রিকেট ভগবান সচিন তেন্ডুলকরের দখলে। ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। এদিকে কোহলি ৩১ ম্যাচে ১৬৪৫ রানে দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর ১০৬ রান করতে পারলেই ভেঙে যাবে সচিনের রেকর্ড। তবে আন্তর্জাতিক ভাবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। তিনি ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে হলে কোহলির প্রয়োজন আরও ৩২৬ রান।
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ, রিকি পন্টিং ও কোহলি। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান হাকালেই এককভাবে সবথেকে বেশি শতরান করার নজির গড়বেন কোহলি। প্রসঙ্গত নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ছ’টি শতরান করেছেন।
- আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ড করার মুখেও দাঁড়িয়ে রয়েছে কোহলি। আইসিসি প্রতিযোগিতায় কোহলির অর্ধশতরান বা তার বেশি রানের সংখ্যা ২৩। সচিন তেন্ডুলকরের সমান। এদিন আর একটা অর্ধশতরান করলেই সেই রেকর্ড একা কোহলির দখলে চলে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি করার রেকর্ডটি এখন ধাওয়ান, সৌরভ, কোহলি এবং রাহুল দ্রাবিড়ের নামে। প্রত্যেকেই ছ’টি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন। একক ভাবে সেই রেকর্ড গড়ার মুখে কোহলি।
- এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি সচিনের। ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছিলেন সচিন। দ্বিতীয় স্থানে ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান করে রয়েছে কুমার সাঙ্গাকারা। তিন নম্বরে রয়েছেন কোহলি। তিনি ২৯৯ ম্যাচে ১৪০৮৫ রান করেছেন। রবিবার কোহলি ১৫০ রান করলে টপকে যাবেন সঙ্গকারাকে। সচিনের রেকর্ড ভাঙতে না পারলেও কোহলি দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন।
- ব্যাটার ছাড়াও ফিল্ডার হিসেবেও রেকর্ড করতে পারেন কোহলি। উইকেট রক্ষক বাদে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড জয়বর্ধনের দখলে। ৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ নিয়েছেন। ৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে পন্টিং। ১৯৯ ম্যাচে ১৫৮টি ক্যাচ ধরেছেন কোহলি। পন্টিংকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোহলির।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊