সিতাইয়ের সাগরদিঘি ব্রিজের নীচে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর

Sitai bridge



সাগরদিঘীর কামতেশ্বরী ব্রিজের নিচে শিঙ্গিমারি নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।


এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ, কামতেশ্বরী সেতুর নিচে। নিখোঁজ ও আহত দুই কিশোরের বাড়ি ব্রহ্মত্তর চাত্রার দেওখাতা গ্রামে। আহত কিশোর বিদ্যুৎ বর্মন (১৮) কে দ্রুত উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তার সঙ্গী ঋষিকেশ বর্মন (১৭) এখনো নিখোঁজ।


ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ চলছে বলে খবর। তবে এ খবর লেখা পর্যন্ত ঋষিকেশ বর্মনের কোনো সন্ধান মেলেনি।


স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার আগে নদীর জলস্তর কম থাকলেও কিছু স্থানে গভীর খাদের মতো অংশ রয়েছে, যা স্নানের জন্য বিপজ্জনক হতে পারে। প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।