Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবৈধভাবে নাম্বার প্লেট বিহীন ট্রাক্টারে বালি পাচার! আটক চালক

অবৈধভাবে নাম্বার প্লেট বিহীন ট্রাক্টারে বালি পাচার! আটক চালক 

Sand Sumggling


অবৈধভাবে নাম্বার প্লেট বিহীন ট্রাক্টারে বালি পাচার করতে গিয়ে গ্রেপ্তার চালক, আটক করা হয়েছে বালি বোঝায় ট্রাক্টরটি, আজ অভিযুক্তকে তোলার কথা আদালতে।



বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগের শুকোপুকুর মোড় থেকে অবৈধভাবে বালি বোঝাই একটি নাম্বারবিহীন ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককে। চালকের নাম রাজু মাঝি বাড়ি ইন্দাস থানার পাত্রগাতী এলাকায়। 



পুলিশ সূত্র জানতে পারা যায় গতকাল বিকেলে ইন্দাস থানার পাশ দিয়েই বয়ে যাওয়া দারকেশ্বর নদী থেকে একটি নাম্বার প্লেট বিহীন ট্রাকটারে কোনরকম বৈধ-নথি ছাড়াই বালি পাচার করছিল রাজু মাঝি। এবার ইন্দাস থানার খোসবাগের শুকোপুকুর মোর সংলগ্ন এলাকায় ট্রাক্টরটি নজরে আসে ইন্দাস থানার দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের। ট্রাক্টরের নাম্বার প্লেট না থাকায় তার সন্দেহ হয়। 


বালি পাচারের বৈধ নথি দেখতে চাইলে চালক তা দেখাতে পারেনি। এরপরেই ওই বালি বোঝাই ট্রাক্টরটি আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় চালককে। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code