অবশেষে চা বাগানে খাঁচা বন্দি হলো চিতা বাঘ
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
ডুয়ার্সের দলগাঁও চা বাগান থেকে খাঁচাবন্দী হল লেপার্ড। প্রসঙ্গত জানা গেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপর ঘটনাস্থলে পৌছায় বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা ।
ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাসিন্দারা এ বিষয়ে জানিয়েছেন দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক চলছিল। সম্প্রতিকালে চা বাগানের কাজ করবার সময় লেপার্ডের আক্রমণে মহিলা শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছেন। প্রায় রোজ চা বাগানে লেপার্ডের আক্রমণের ঘটনা ঘটছে। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। এরপর চা বাগানের খাঁচা পাতে বনদপ্তর। সেই খাঁচায় এদিন সাত সকালে লেপার্ড খাঁচাবন্দি হল।
এদিন বাগানে খাঁচাবন্দি লেপার্ডকে দেখতে পাওয়ার পর বনদফতরকে খবর দেন স্থানীয়রা।খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊