আরজিকর কাণ্ডে নয়া মোড়! বড় নির্দেশ শীর্ষ আদালতের
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দেশের শীর্ষ আদালতের নির্দেশে বড় মোড়। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার আবেদনকেই মান্যতা দিল সুপ্রিমকোর্ট। কলকাতা হাইকোর্ট শুনতে পারবে এই মামলা, জানিয়ে দিল শীর্ষ আদালত। এবার থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আরজিকর কান্ডের মামলার শুনানি হতে পারে।
চিকিৎসকের পরিবারের আইনজীবী জানিয়েছেন যে সুপ্রিমকোর্টে তাদের আবেদন ছিল হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। সেই পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ আদালত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে বিষয়টি দেখার জন্য জানিয়েছে। আগামী মে মাসে দ্বিতীয় সপ্তাহে মামলাটির পরবর্তী শুনানি হবে।
এর আগে দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেন আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা ও বাবা। তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। এরপরই আর জি কর-মামলায় CBI তৎপরতা বাড়ে। কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টর ও এক মহিলা পুলিশ কর্মীকে CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊