অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা মেধা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৮ সাল থেকে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা মেধা অন্বেষণ। আজ বুনিয়াদপুর সুকান্ত ভবনে অনুষ্ঠিত হলো দিনাজপুর জেলা মেধা অন্বেষণ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক দিলীপ তালুকদার, এছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌরপিতা কমল সরকার, সিংহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজ্যোতি সরকার, প্রাক্তন সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্ষিতিগোপাল বসাক সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন জেলার আটটি ব্লকের ২২২ জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেয় সংস্থা।
সংস্থার সম্পাদক দেবব্রত সরকার জানায় যে গত ২০১৮ সাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা মেধা অন্বেষণ পরীক্ষাটি হয়ে আসছে। গতবছর ১লা সেপ্টেম্বর ২০২৪ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৬ টি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
সংস্থার সভাপতি রতন দেবনাথ মহাশয় ঘোষণা করেন এবছর আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা মেধা অন্বেষণে অনুষ্ঠিত হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊