সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আনন্দে মাতলো শহর শিলিগুড়ি
শিলিগুড়ি : আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে জয়ী ভারত। ২৫৪ রান করে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে।
রবিবার সকাল থেকেই সারা দেশ জুড়ে ছিল এক আলাদা উন্মাদনা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। এরপর থেকেই ভারতবর্ষ জুড়ে ক্রিকেটপ্রেমী তথা ক্রিয়াপ্রেমীদের মধ্যে ছিল এক আলাদাই উন্মাদনা। আর রবিবার সেই উন্মাদনায় ফেটে পড়লেন সকলে। রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় খেলা দেখার প্রস্তুতি ছিল জোর কদমে। রাস্তার মোড় থেকে শুরু করে পাড়ার ক্লাব ঘর সমস্ত জায়গাতেই আয়োজন ছিল ক্রিকেট ম্যাচ লাইভ দেখার। ঠিক তেমনি শহর শিলিগুড়িরও আনাচে-কানাচে আয়োজন করা হয় ক্রিকেট ম্যাচ লাইভ দেখার। এবং খেলা শুরু হবার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের ভিড় করতে দেখা যায় সর্বত্রই।
তবে টসে ভারতের হারে কিছুটা হলেও নিরাশ হয় ক্রিকেটপ্রেমীরা, কিন্তু আশা ছাড়িনি কেউই। শুরু হয় ম্যাচ, ব্যাট হাতে নামে নিউজিল্যান্ড। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ব্যাহত হতে থাকে সময়। শেষে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড এবং ২৫২ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ভারতকে।
শুরু হয় দ্বিতীয় পর্ব, ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ে উত্তেজনার পারদ। তবে সর্বশেষে সেই উত্তেজনার পারদি যেন ছুঁতে পারে আকাশ। দীর্ঘ বহু বছরের অপেক্ষার পর জয়লাভ করে ভারত। ৪৯ ওভারে ২৫৪ রান করে ছয় উইকেট হারিয়ে এবারের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেতাব জয় করে ভারত।
এরপরই উল্লাসে মেতে ওঠে ভারতীয়রা। পাশাপাশি বরাবরের মতোই শিলিগুড়ি সফদর হাসমিচকেও ভিড় জমাতে থাকেন ক্রিয়াপ্রেমি থেকে শুরু করে সাধারণ মানুষরা। ঢোল-নাগারা, বাজনা বাজিয়ে আতশবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন শিলিগুড়িবাসী। ঠিক যেন কিছু মুহূর্তের জন্য মনে হয় উৎসবমুখর হয়ে উঠেছেন সকলে।
৮ থেকে ৮০ , মহিলা থেকে পুরুষ উভয়েই এই উল্লাসে শামিল হন। তবে রবিবার ভারতের এই জয়ের পর শিলিগুড়ির ভেনাস মোড় অর্থাৎ সফদর হাশমি চকে ব্যাপক সংখ্যক ভিড় জমায়েত হয়, যে কারণে আগেভাগেই মোতায়েন রাখা ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী।
কোনরকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে উপস্থিত ছিলেন খোদ ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস, সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও মহিলা পুলিশ বাহিনী অর্থাৎ উইনারস বাহিনীকেও এদিন মোতায়ন করা হয় শিলিগুড়ির ভেনাস মোরে।
তবে সব মিলিয়ে ভারতের এই জয়ে গর্বিত শহর শিলিগুড়িবাসী তথা গোটা ভারতবাসী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊