শিলিগুড়ি পৌরনিগমের ২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট
ধ্বনী ভোটে গৃহীত হলো শিলিগুড়ি পুরনিগমের বাজেট। গত মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ২০২৫-২৬ আর্থিক বছরের প্রস্তাবিত ৬৮৫ কোটি ২৪ লক্ষ টাকার বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার বাজেট নিয়ে আলোচনায় অংশনেন শাসক এবং বিরোধী দলের কাউন্সিলাররা। সকাল ১১ টা থেকে শুরু হয় বাজেটের উপর আলোচনা। একে একে আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা অমিত জৈন, সিপিএমএর কাউন্সিলরদের পরিশোধীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম, শাসক ও বিরোধী দলের কাউন্সিলরেরা। দীর্ঘ সাড়ে চার ঘন্টা ধরে চলে বাজেট পর্যালোচনা।
বিরোধী দলনেতা অমিত জৈন বলেন এই বাজেট কাল্পনিক। বাজেটে যা বরাদ্দ হয়েছে তার অর্ধেকেরও কম খরচ হবে না। দিশাহীন বাজেটে শিলিগুড়ির উন্নয়ন ব্যর্থ। অপরদিকে সিপিএমের কাউন্সিলরদের পরিশোধীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন স্বাস্থ্য, শিক্ষা পরিষেবায় সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই পুরবোর্ড।
এদিন বাজেট পর্যালোচনার পর মেয়র গৌতম দেব তার জবাবী ভাষণ শুরু করেন মান্নাদের গানের কয়েকটি লাইন দিয়ে। তিনি বলেন এই বাজেট জনমুখী। শহরের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে। সবমিলিয়ে শাসক বিরোধীদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো এদিনের এই পর্যালোচনা এবং গৃহীত হলো ২৫-২৬ এর আর্থিক বাজেট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊