নিরাপত্তাজনিত কারণে কলকাতা থেকে সরে গেল কলকাতা-লখনউ ম্যাচ!
২২শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। আর মেগা আইপিএলে ৬ই এপ্রিলের ম্যাচের মাঠ বদল। ৬ই এপ্রিল কলকাতায় মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু নিরাপত্তা জনিত কারণে সেই ম্যাচ কলকাতা থেকে সড়িয়ে নিয়ে যাওয়া হলো গুয়াহাটিতে।
৬ই এপ্রিল রাম নবমী। আর রাম নবমীর কারণে ওইদিন বেশ কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচি রয়েছে। রামনবমীর নিরাপত্তার জন্য পুলিশকর্মীদের একটা বড় অংশ ব্যস্ত থাকবেন। ফলে ইডেনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা অনেক কঠিন হয়ে পড়বে ফলে এই ম্যাচকে সড়িয়ে নেওয়া হল এমনটাই খবর।
জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফে সিএবিকে নিরাপত্তা জনিত সমস্যার কথা জানানো হয়। সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করতে বলা হয়েছে। এমনকি বৈঠকও হয়। এমনটাই জানা যায় সূত্রে। এরপর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন বিসিসিআইকে এবিষয়ে জানানো হয়েছে।
উল্লেখ্য গত বছর রামনবমীর দিন আইপিএলের ম্যাচ ছিল কলকাতায়। পুলিশের আপত্তিতে সেই ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছিল। এই বছর ৬ এপ্রিল রামনবমী। আর ওইদিনই কলকাতায় ম্যাচ। এবছরেও পরিবর্তন করা হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊