উত্তরবঙ্গ পরিবহণ নিগমের শ্রমিক কর্মচারী সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে

উত্তরবঙ্গ পরিবহণ নিগমের শ্রমিক কর্মচারী সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে


উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক দীপেশ দাসের উপর অর্থ তোছরুপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ইউনিয়নের একাধিক কর্মী সমর্থকরা।

অভিযোগ, ইউনিয়নের ঘরে ঢুকতেই দিপেশ দাসের উপর হামলা চালায় সংগঠনেরই কিছু সদস্য, তাতে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং তাদের কয়েক জন মহিলা কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে আন্দোলনকারীরা।।

এই গন্ডগোলের বিষয় অস্বীকার করেছে ইউনিয়নের কর্মচারী থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ ।

এই বিষয়ে কোচবিহার ডিপোর কার্যকারী সভাপতি রাজেশ চৌধুরী জানান, দিপেশ দাস সিকিউরিটি মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে সিকিউরিটিদের দাবি-দাওয়া পূরণ হবে কিভাবে।

এছাড়াও তিনি বলেন রোস্টার থেকে সাধারণ স্টাফদের কাছ থেকে প্রতিদিন শ্রমিকদের চাপ দিয়ে টাকা তোলা হত। সমীক্ষা আর সহ্য করতে না পেয়ে এবার গর্জে উঠেছে। সেই কারণে দীপেশ দাস লজ্জায় ইউনিয়ন অফিসে আসতে চাইছে না।

অপরদিকে উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাস বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তারা প্রমাণ দিয়ে দেখাক। আসলে টাউনের মধ্যে এত বড় সংগঠন তারা ভেঙে দিয়ে দখলদারির রাজনীতি করছে। আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওরা আমাকে চাপ চাপ দিচ্ছে পথ ছেড়ে দেওয়ার জন্য। আমি দুঃসময়ের থেকে সংগঠন করে আসছি আমি কেন মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করব।