Latest News

6/recent/ticker-posts

Ad Code

বহুকাল পুরোনো PWD বাংলো হতে চলেছে দমকল কেন্দ্র! খুশির হাওয়া সাহেবগঞ্জে

বহুকাল পুরোনো PWD বাংলো হতে চলেছে দমকল কেন্দ্র! খুশির হাওয়া সাহেবগঞ্জ 

Sahebganj news



বহুকাল পুরোনো কোচবিহার সাহেবগঞ্জের পি ডব্লিউ ডি বাংলো। একসময় সেখানে সাহেবদের আনাগোনা ছিলো জানা যায়। সেই থেকে জায়গাটির নাম হয় সাহেব গঞ্জ।সাহেবগঞ্জ পি ডব্লিউ ডি বাংলো থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে রয়েছে বাংলাদেশ বর্ডার। লোকমুখে শোনা যায় একসময় এই বাংলার কদর ছিলো খুব। কিন্তু কালের স্রোতে এই বাংলো হারিয়েছে তার গরিমা ও খ্যাতি। বর্তমানে এটি পরিণত হয়েছে পিশাচদের চারন ক্ষেত্রে। হয়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আঁতুর ঘর। গোটা বাংলোটি ঢেকে গেছে আগাছায়। বেড়েছে সাপ পোকামাকড়ের উপদ্রব। যার দরুন স্থানীয় বাসিন্দাদের মনে কিছুটা ক্ষোভ পুঞ্জিভূত হয়েছিলো। কিন্তু সেই বাংলোর জায়গায় এখন দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া সাহেবগঞ্জ জুড়ে।



স্থানীয় বাসিন্দা হরিনারায়ন রায় জানান বাবার কাছে শুনেছি এটা আগে ডাক বাংলো ছিলো। তার আগে ব্রিটিশ যুগে এখানে একটি টাকশাল ছিলো। সাহেবরা এখানে আসতেন ও টাকা তুলতেন। দীর্ঘদিন ধরে জায়গাটি ফাঁকা পড়ে থাকায় অসামাজিক কাজকর্মের আঁতুর ঘরে পরিণত হয়েছে বাংলো চত্ত্বর। এখন শুনছি এখানে দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। যদি তাই হয় তাহলে সাহেব গঞ্জের জন্য খুবই ভালো খবর। অপর এক বাসিন্দা সুনীল চন্দ্র বলেন ওই এলাকার পরিবেশ খারাপ হয়ে পড়েছে। দমকল কেন্দ্র গড়ে তোলা হলে জায়গাটির পরিবেশ অনেক ভালো হবে।




এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন বর্তমানে ওই জায়গায় দমকল কেন্দ্র গড়ে তোলার একটা প্রচেষ্টা চলছে। বিষয়টি ডিএম থেকে দমকল বিভাগের মন্ত্রীর সাথেও কথা হয়েছে। দমকল কেন্দ্রেটি যে জায়গায় হওয়ার কথা ছিলো সেই জায়গায় পুলিশ স্টেশন গড়ে তোলা হয়েছে। যেহেতু জায়গার অভাব রয়েছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহেব গঞ্জে দমকল কেন্দ্র ওই বাঙলোর জায়গাতে গড়ে তোলা হবে। ইতিমধ্যেই সেখানে দমকল বিভাগের লোক এসে সার্ভে করে গেছে। এতে ওই এলাকার পরিবেশেরও উন্নতি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code