Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষিদপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়েও আলু চাষে সফল এক কৃষক

কৃষিদপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়েও আলু চাষে সফল এক কৃষক

Potato


শান্তির বাজার মহকুমার বগাফা কৃষিদপ্তরের অধীনে বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এইবছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশষ সাফল্য অর্জন করেছে। মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যর চিত্র লক্ষ্য করা যায়। 
 


ই সাফল্যের ব্যাপারে  তিনি জানান দীর্ঘ প্রায় ১২ থেকে ১৩ বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন । বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন প্রকারের কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন। এইবছর সুমন দেবনাথ সারে তিনকানি পাঞ্জাবের আলু চাষ করেছেন। এইবারের আলুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানান সুমন দেবনাথ। 


তিনি জানান প্রতি কানিতে ১২০ থেকে ১২৫ বস্তা আলুর ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর আলুর ফলন অনেকটা বৃদ্ধী পেয়েছে বলে জানান সুমন দেবনাথ। তিনি জানান এই আলুচাষে কৃষিদপ্তর থেকে কোনো প্রকার সাহায্য পাননি। পাশ্ববর্তী জমি গুলিতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে বিভিন্ন প্রকারের আলুর চাষ করে যে পরিমান সফলতা অর্জন করেছে তার থেকে অনেকটা বেশি হয়েছে সুমন দেবনাথের ফলন। যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে উনার আলু উৎপাদন আরো বেশি পরিমানে হতো বলে আশা ব্যক্ত করেন। 


বিগত কিছুদিন পূর্বে এই এলাকায় কৃষিমন্ত্রী এলাকার কৃষকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে আলু চাষের উপর গুরুত্ব দিয়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ পেয়ে খুবই আনন্দিত কৃষক সুমন দেবনাথ। তিনি আশাবাদী আগামীদিনে কৃষিদপ্তর ও রাজ্য সরকার উনার কৃষিকাজে সাহায্যের হাত বারিয়ে দেবেন। এতে করে তিনি কৃষিকাজে আরো বেশি পরিমানে উৎসাহিত হবেন বলে জানান। কৃষক সুমন দেবনাথ বেকার যুবকদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেন। চাকুরির আশায় বসে না থেকে কৃষিকাজ করে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হওয়া সম্ভব। তাই তিনি সকলকে কৃষিকাজে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code