ময়ূর উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক হইচই

Peacock rescue



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

ময়ূর উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হলো পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত কুড়মুন গ্রামে।


স্থানীয় সূত্রে খবর প্রায় দিন ১৫ -২০ ধরে কুরমুন এলাকায় দেখা মিলছিল এই ময়ূরীটির। ময়ূরীটিকে দেখে ব্যপক হইচই শুরু হয় এলাকায়। এলাকার মানুষের চিৎকার চেঁচামেচিতে নার্ভাস হয়ে পড়ে ময়ূরীটি।

আজ সকালে কুড়মুন গ্রামে বিশোগড় পাড় এলাকায় একটি বাড়ির বেড়া জালে ময়ূরী টি আটকে পড়লে স্থানীয় মানুষ জন ময়ূরী টিকে ধরে ফেলে। পরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও বনদপ্তরে ।বনদপ্তরের কর্মীরা এসে ময়ূরী টিকে উদ্ধার করে নিয়ে যায়।

বনদপ্তর কর্মী হারাধন বৈরাগী বলেন এর আগেও পাশের গ্ৰাম থেকে একটি ময়ূর উদ্ধার হয়েছে। ফের আজ একটা উদ্ধার হলো। সাধারণত এরা দল ছুট হয়েছে বলে জানান বন কর্মী।