কবে থেকে বাড়ছে DA? জানালো নবান্ন 

DA news

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষনা করা হয়েছিল। বাজেট বক্তৃতার সময়েই রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ (মহার্ঘ ভাতা) বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর ১লা এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হল ১৮ শতাংশ। পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিআর (মহার্ঘ ত্রাণ) বৃদ্ধি পেয়ে হবে ১৮ শতাংশ।

গত ১২ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এরপর মঙ্গলবার কার্যকর করার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পঞ্চায়েত, পুরসভার কর্মীদেরও ডিএ বৃদ্ধি পেয়ে হল ১৮ শতাংশ। ১ এপ্রিল থেকে এই ডিএ পাবেন তাঁরা। সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

চার শতাংশ ডিএ বৃদ্ধি পেলেও রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থেকে গেল ৩৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই ডিএ বৃদ্ধির ঘোষনায় একটা অংশ যেমন খুশি তেমনি একটা অংশ রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক নিয়ে অসন্তোষ।