হামলার ঘটনায় বিডিওর চেয়ারপারসন, পূর্ত কর্মাধ্যক্ষ-সহ ১৩ তৃণমূল নেতা আটক 

Burdwan-news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

২০১৭ সালের একটি মামলার ভিত্তিতে গ্ৰেফতার করা হয় পূর্ব বর্ধমানের বিডিওর চেয়ারপারসন কাকুলী গুপ্ত তা ও বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ মোট ১৩ জন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী দের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বর্ধমান কোর্ট চত্বরে।




২০১৭সালে সন্ধা পালের স্বামী দেবু পাল বর্ধমান ১ ব্লকের বর্ধমান থানার নারীগ্ৰাম দাস পারা এলাকায় বসে ছিলেন সেই সময় বেশ কিছু লোক জন এসে দেবু পালকে ব্যাপক মারধর করে। দুষ্কৃতীদের মারের আঘাতে দেবু পালের চোখে গুরুত্বর জখম হয়।২০১৭সালের ৬ই সেপ্টেম্বর এই কেসটি শুরু হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্ৰেফতার করা হয়।পরে তারা জামিন ও পায়। এরপর ট্রায়াল চলে।

২০১৭ সালের কেসের পরি প্রেক্ষিতে আজ বর্ধমান বিডিএর চেয়ারপারসন কাকুলী গুপ্ত তা, বর্ধমান ১পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, রায়না ১গ্ৰাম পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ, রায়না ১গ্ৰাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি সেখ জামাল সহ মোট ১৫জন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ডেকে পাঠানো হয়।এর পরই তাদের কে গ্ৰেফতার করা হলে,দুজনকে বেকসুর খালাস করে বাকি ১৩ জনাকে জেল কাস্টডিতে নিয়ে যায়।