Latest News

6/recent/ticker-posts

Ad Code

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে! চুলকানির কি কারণ এই ফল?

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে! চুলকানির কি কারণ এই ফল?

Mathabhanga news



অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে।আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীরা জানান দিন ১৫ ধরেই চুলকানিতে ভুগছেন এলাকাবাসীরা। এলার্জির ট্যাবলেট খেয়েও কমছে না চুলকানি। এলাকার প্রবীণ এক ব্যক্তি জানান পেছনের জঙ্গলেই একটি অজানা গাছ। আর সেই গাছের ফলের অংশ হাওয়ায় উড়ে আসে সেই কারণেই চুলকানি হচ্ছে বলে তিনি জানান। তারপরেই টনক নড়ে বসে এলাকাবাসীদের।



চৈত্রের হওয়া বাড়তেই সমস্যাও বাড়তে শুরু হয়। চুলকানির ভয়ে এলাকা ছাড়তে শুরু করে এলাকাবাসীরা। পৌরসভার পক্ষ থেকে ওষুধ স্প্রে করলেও নিস্তার হয়নি। ওষুধ শুকিয়ে যেতেই হাওয়া শুরু হলে পুনরায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা।



এবিষয়ে জ্যোৎস্না আচার্য্যী,আখি রায় রা জানান কয়েকদিন ধরেই শুধু চুলকাচ্ছে। পরবর্তীতে পাশে বাঁশঝাড়ে একটি লতানে গাছ দেখা যায় এবং সেই গাছে শুকনো ফল।হাওয়ায় সেই ফলের বাইরের অংশ হাওয়ায় উড়ে আসায় শরীরে লাগলে শুরু হচ্ছে এই চুলকানি। অ্যালার্জি ভেবে অনেকে ওষুধও খেয়েছেন এমনকি দিনের বেলা হাওয়া থাকায় বাড়িতে থাকতে পারছেন তারা ।অনেকেই দিনের বেলা বাড়ি ছাড়া থাকছে বলেও জানান।তাই যেকোনো উপায়ে এই সমস্যার সমাধান চাচ্ছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code