বাঁশির সুর, গান, কবিতায়,আড্ডায় প্রকৃতির কোলে সম্পন্ন হলো চিত্র-কর্মশালা


Painting workshop completed in the lap of nature


উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে এবং রসিকবিল মিনি জু কোচবিহার বন বিভাগের সহযোগিতায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে রসিক বিলে দুই দিনব্যাপী পালিত হলো বসন্ত উৎসব ও চিত্র কর্মশালা ।

Painting workshop completed in the lap of nature

অংশগ্রহণ করেন চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা,অনুকূল বর্মন গোপেশ দাস, তরুণ কুমার মিত্র, জীবন বর্মন, রাম কমল রায়, শুভঙ্কর সরকার, পিন্টু গোপ, বিদ্যুৎ ওঝা, প্রীতম দে, মিলি বিশ্বাস, জয় চক্রবর্তী , নিহার রঞ্জন গুপ্তা প্রমূখ চিত্রশিল্পীরা।

Painting workshop completed in the lap of nature

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবাস সরকার জু-সুপারভাইজার, রসিক বিল, তপন নার্জিনারি বিট অফিসার নাগুর হাট বিট, বিজন কুমার নাথ এ ডি এফ ও কোচবিহার বন বিভাগ বিক্রম কুমার নাথ শিক্ষক সংগীতশিল্পী অলোক কুন্ডু বিশিষ্ট কবি পীযূষ সরকার সর্বপ্রেমী প্রতীক সরকার।

Painting workshop completed in the lap of nature

বাশির সুরের মূর্ছনায় মোহিত করেন শিল্পী মদন মোহন মহন্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রীমতি রিক্তা গুপ্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সম্পাদক রথীন্দ্রনাথ সাহা ও চিত্রশিল্পী অনুকূল বর্মন।