দোকানের কর্মচারীকে চড় তৃণমূল কাউন্সিলারের! গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

Birbhum news



বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর শ্মশানকালী মন্দিরের পাশে প্রাচীন খাবারের দোকানে সিঙ্গাড়া কিনতে গিয়ে দোকানের কর্মচারীকে চড় মারে দুবরাজপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে দুবরাজপুরে ১৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন। 



তাদের অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই শেখ নাজিরউদ্দিন সমস্ত জায়গায় দাদাগিরি দেখায় কিন্তু প্রশাসন বা তার দল তৃণমূল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না । 


দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন । এরআগেও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এক নার্সকে মারধর করেছিল তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন । তখনও প্রশাসন বা তার দল তৃণমূল কোনো ব্যবস্থা নেয় নি । যারফলে নাজিরউদ্দিনের এতো বাড়বাড়ন্ত । এখন দেখা যাক প্রশাসন বা দল তৃণমূল কি ব্যবস্থা নেয় এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ।"