ভাগ্য বদলে গেল এক নিমেষে! মাত্র ৩০ টাকার লটারি টিকিট কিনে কোটিপতি

Millionaire buys lottery ticket for just 30 rupees



ফালাকাটা: ভাগ্য বদলে গেল এক নিমেষে! মাত্র ৩০ টাকার লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং অঞ্চলের খগেনহাটের সুরকাও ঘাটপার এলাকার বাসিন্দা আজিজার রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমান একজন দিনমজুর। কোনো রকমে দিনমজুরির কাজ করে সংসার চালান। গতকাল সকালে মাত্র ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেনেন তিনি। ভাগ্য এতটাই সহায় ছিল যে, সেই টিকিটেই প্রথম পুরস্কার পান তিনি, যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান।

আজিজার রহমানের পরিবারে রয়েছেন তার বাবা-মা, তিন ভাই এবং স্ত্রী-সন্তান। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিয়ে দিন কাটালেও এই অর্থ তার ও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং শুভেচ্ছার ঢল নামে তার বাড়িতে।

এ বিষয়ে আজিজার রহমান জানান, “স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। এতদিন কষ্ট করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। আল্লাহর দয়ায় এবার হয়তো পরিবারের জন্য ভালো কিছু করতে পারবো।”

স্থানীয় বাসিন্দারাও তার এই ভাগ্য পরিবর্তনে খুশি। তবে তারা চান, তিনি যেন এই অর্থ বুঝে-শুনে খরচ করেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন।