মাতালহাট গ্রাম পঞ্চায়েতের সাঁজের ঘাটে ৬০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের শুভ সূচনা

Matal hat



উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মাতালহাট গ্রাম পঞ্চায়েতের সাঁজের ঘাটে ৬০ মিটার দীর্ঘ আর.এস.জে সেতু নির্মাণের কাজের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।




উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এই সেতু নির্মাণ করা হচ্ছে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৯৭০ টাকা। সেতুটির প্রস্থ হবে ৫.৫ মিটার, যার দু'পাশে ১.৫ মিটার করে ফুটপাত থাকবে। পাশাপাশি, ১০০ মিটার দৈর্ঘ্যের অ্যাপ্রোচ রোডও নির্মাণ করা হবে।




উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ সাধারণ মানুষের সহযোগিতার কথা তুলে ধরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামীণ উন্নয়নের অগ্রগতির কথা উল্লেখ করেন। একই সুরে বক্তব্য রাখেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।




স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সেতুর দাবিতে আন্দোলন করছিলেন, কারণ সেতুর অভাবে নিত্যদিনের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাদের। অবশেষে এই সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে।