Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ, সাতসকালে শোরগোল বিন্নাগুরিতে

ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ, সাতসকালে শোরগোল বিন্নাগুরিতে

Tiger


কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ । শনিবার সকালে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে।




এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এরপর চা বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code