গরম পড়তেই চাহিদা বাড়ছে ডাবের
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি:
গরম পড়তেই চাহিদা বেড়েছে ডাবের। এস এফ রোডের ডাব ব্যবসায়ীরা জানিয়েছেন, গরম পড়ার সাথে সাথেই ডাবের বিক্রি শুরু হয়েছে। ডাবের দাম ৬০ টাকা ৭০ টাকা প্রতি পিস। প্রতিদিন আড়াইশো থেকে ৩০০ পিস ডাব বিক্রি হচ্ছে এমনটাই জানান ডাব ব্যবসায়ীরা। প্রত্যেক বছর গরমের সময় ডাবের চাহিদা বেড়ে যায়।
ডাবের জল শরীরের পক্ষে বিশেষ উপকারী। শরীর ঠান্ডা রাখে, সেই কারণে গরমের সময় ডাবের ভালই বিক্রি হয়ে থাকে। এ বছরও সেই চিত্র ধরা পরল, দেখা গেল অনেকেই ডাব কিনছেন। গরমে সময় শরীর ঠান্ডা রাখতে ডাবের জল অপরিহার্য। শরীর সুস্থ রাখতে ডাবের জলের বিকল্প হয় না। সেই কারণে সারা বছর তো বটেই গরমের সময় ডাবের বিক্রি আরো বেড়ে যায়।
এবছর মার্চ মাস পড়তেই শহরে উষ্ণতা বেড়ে গিয়েছে। ডাব ব্যবসায়ীরা জানিয়েছেন প্রত্যেক বছরের মত এ বছরও তারা আশা রাখছেন ডাবের ভালই বিক্রি হবে এবং বর্তমানে বিক্রি হওয়া শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊