একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন জাদেজা! তুঙ্গে জল্পনা



একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন জাদেজা! এই জল্পনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই চলছে এর মাঝেই জাদেজার অবসর নিয়ে জল্পনা চলছে। হয়তো ফাইনাল ম্যাচের পরেই নিজের অবসর ঘোষনা করবেন জাড্ডু। এমনটাই জল্পনা।

সাজঘরে বসে বিরাট কোহলি জড়িয়ে ধরেছিলেন রবিচন্দ্রন অশ্বিনকে। তার কিছু ক্ষণ পরেই অশ্বিন জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। ঠিক একই চিত্র দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের ব্যাটিং পর্বে কোহলি জড়িয়ে ধরলেন জাদেজা। আর তাতেই জল্পনা তুঙ্গে।

দুবাইয়ে ১০ ওভার বল করেছেন জাডেজা। মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। টম লাথামকে আউট করেন জাডেজা। তার পরেই দেখা যায়, কোহলি গিয়ে জাডেজাকে জড়িয়ে ধরেছেন। দুজনের কথাও হয় আর তার পরেই ভাইরাল সেই দৃশ্য।

শুধু অশ্বিন নয়, স্টিভ স্মিথের অবসরের আগেও একই ছবি দেখা গিয়েছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়া হারার পর দুদলের ক্রিকেটারদের সাথে হাত মেলানোর সময় কোহলিকে জড়িয়ে ধরেন স্মিথ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোহিত শর্মা ও কোহলির অবসরের জল্পনাও চলছে।

আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাডেজা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের দিন অবসর ঘোষণা করেন ভারতীয় স্পিনার। টেস্ট দলে নিয়মিত খেলছেন জাদেজা। কিন্তু এবার কি ওডিআইকে বিদায়? দেখা যাক কি হয়।