রোহিতের ব্যাটে ভর করে ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার

K L Rahul এর ব্যাটে ভর করে ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার



২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জন্য ২৫২ রানের লক্ষ্য রেখেছিল নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার পর, নিউজিল্যান্ড দল ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫১ রান করতে পারে।


শেষ পাঁচ ওভারে ৫০ রান করার ফলে নিউজিল্যান্ড এই অঙ্কে পৌঁছাতে সক্ষম হয়েছিল। এতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মাইকেল ব্রেসওয়েল। তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়েছেন।


ব্রেসওয়েল ৪০ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও ড্যারিল মিচেল ৬৩ রান এবং গ্লেন ফিলিপস ৩৪ রান করেন। ভারতের হয়ে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। এদিকে, জাদেজা একটি উইকেট পান। একটি উইকেট নেন শামি এবং একজন খেলোয়াড় রান আউট হন।


নিউজিল্যান্ডের জবাব দিতে টিম ভারত মাঠে নেমে লড়াই শুরু করে। ভারত প্রথম ধাক্কা খায় ১৯তম ওভারে, যেখানে তাদের স্কোর ছিল ১০৫। ৫০ বলে ১টি ছক্কার সাহায্যে ৩১ রান করে আউট হন শুভমান গিল। ফিলিপস বাতাসে উড়ে গিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন।


এদিন দুরন্ত ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। গিল ও রোহিতের দুরন্ত জুটি ১০০ রানের পার্টনারশিপ টপকে যায়। প্রথমে ফেরেন গিল। এরপরেই ১ রান করে ফেরেন বিরাট কোহলি। ৭৬ রানের বিরাট ইনিংস খেলার পর ফেরেন রোহিত শর্মা। রাচিনের বলে বড় শট খেলতে গিয়ে মিস করে লাথামের স্টাম্পিং-এ আউট হন তিনি। ২ রানের জন্য এদিন হাফসেঞ্চুরি মিস করেন শ্রেয়স।


২০৩ রানের স্কোরে পঞ্চম ধাক্কা খেল ভারত। মাইকেল ব্রেসওয়েল অক্ষর প্যাটেলকে উইলিয়াম ও'রুর্কের হাতে ক্যাচ দেন। তিনি ৪০ বলে মাত্র ২৯ রান করেন। তারপর হাল ধরেন কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। তবে ১৮ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।


এরপর কে এল রাহুলের ব্যাটে ভর করে এগিয়ে চলে টিম ভারত। একদিকে রাহুল অপর দিকে হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত এক ক্রিকেট খেলে ক্রিকেটের ইতিহাসে অবশেষে লিখে ফেললেন নয়া রূপকথা। দুবাইয়ের মাটিতে সৃষ্টি হলো নয়া ইতিহাস।


অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেসময় সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই হারের বদলা নিলেন রোহিতেরা। গত বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। রেকর্ড তৃতীয়বারের জন্য। ভেঙে দিল অস্ট্রেলিয়ার নজির। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অজিরা। ভারত জিতল তিনবার।