Latest News

6/recent/ticker-posts

Ad Code

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে ২৬৫, ৩ উইকেট শামির

২৬৪ রানের স্কোর গড়লো অস্ট্রেলিয়া, ৩ উইকেট শামির

Indian cricket


চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে আজ মুখোমুখি মহারণে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৬৪ রানের স্কোর গড়লো অস্ট্রেলিয়া।


হেড এবং কনোলি ব্যাটিং করতে নেমেছেন, দুজনেই বাঁহাতি। প্রথম ওভার বোলিং করেন মহম্মদ শামি। প্রথম ওভার ২ রান তোলে অস্ট্রেলিয়া। প্রথম বলেই সুযোগ চলে এসেছিল শামির কাছে। হেডের মারা শট শামির দিকে এলেও তিনি সেই ক্যাচ ধরতে পারেননি। নাহলে প্রথম ওভারেই উইকেট তুলে নিত ভারত। এদিন ব্যর্থ হন কুপার। ফেরেন খালি হাতেই। তবে অপর ওপেনার হেড তোলে ৩৯। স্মিথ ৭৩ রান তোলেন এবং লাবু চাঙ্গা তোলে ২৯। কেরি ৬১ ও বেন করে ১৯। ৪৯.৩ ওভারে সব উইকেট খুইয়ে ২৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। 

ভারতের হয়ে তিনটি উইকেট নেন মহম্মদ শামি। জাদেজা ও বরুন ২টি করে উইকেট নেন। পাণ্ডিয়া ও প্যাটেল একটি করে উইকেট নেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে ভারতকে ৫০ ওভারে ২৬৫ রান তুলতে হবে। দুবাইয়ের মাঠে চেজ করে জেতা বেশ কঠিন কাজ। এখনও পর্যন্ত একটি ম্যাচেও ভারতকে এত রান করতে হয়নি। বাংলাদেশ ২২৮ রানে, পাকিস্তান ২৪১ রানে অলআউট হয়ে গেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তুলেছিল এই মাঠে ২৪৯ রান। বিরাট, রোহিতদের বড় রান করতে হবে। 


গত এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। মঙ্গলবার দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মাদের সামনে। স্টিভ স্মিথের দলের বোলিং দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারবেন রোহিতেরা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code