সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত, জানুন সূচি

Ind vs Aus


বছর শেষে সাদা বলের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে সেই সিরিজ। জানা যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ভারতের অস্ট্রেলিয়া সফর।


এক দিনের সিরিজ়:-


১৯ অক্টোবর (পার্‌থ),

২৩ অক্টোবর (অ্যাডিলেড) এবং

২৫ অক্টোবর (সিডনি)




টি-টোয়েন্টি সিরিজ়:-


২৯ অক্টোবর (ক্যানবেরা),

৩১ অক্টোবর (মেলবোর্ন),

২ নভেম্বর (হোবার্ট),

৬ নভেম্বর (গোল্ড কোস্ট) এবং

৮ নভেম্বর (ব্রিসবেন)

শুধু ভারতের সাথেই নয় তার আগে আগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধেও সাদা বলের সিরিজ় খেলবে তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাই টি টোয়েন্টিতে বেশি জোড় দিচ্ছে তাঁরা। নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে অস্ট্রেলিয়া।