Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! জারি সুনামি সতর্কতা

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! জারি সুনামি সতর্কতা

Earthquake


মায়ানমার, তাইল্যান্ডের পর এ বার ভূমিকম্পে কাঁপল টোঙ্গা। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যায় ভারতীয় সময় ৫টা ৫০ মিনিটে কেঁপে ওঠে টোঙ্গা। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। এখনোও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো হিসেব পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎসস্থল ছিল পাঙ্গাই গ্রামের ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের অব্যবহিত পরেই জারি করা হয়েছে সুনামির সতর্কতাও। নিউয়ে এবং টোঙ্গার উপকূলে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ধেয়ে আসতে পারে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। বিপজ্জনক উচ্চতার ঢেউ আসারও সম্ভাবনা রয়েছে।

১৭০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গায় লাখ খানেক মানুষের বাস। দ্বীপগুলি প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয়বলয়’ (রিং অফ ফায়ার)-এর মধ্যে পড়ে। তাই ভৌগোলিক অবস্থানের কারণেই টোঙ্গার মতো দ্বীপরাষ্ট্রগুলি ভূমিকম্পপ্রবণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code