কোচবিহারে আল আমিন মিশনের প্রাক্তনীদের উদ্যোগে ইফতার মাহফিল, সম্প্রীতির বার্তা
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:
কোচবিহার রাজবাড়ী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হলো এক বিশেষ ইফতার মাহফিল। আল আমিন মিশনের প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ১৫০-র বেশি প্রাক্তনী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, যাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোচবিহার) কৃষ্ণ গোপাল মিনা (আইপিএস), অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত, কোচবিহার ডিভিশনের ডিএফও অসিতব চক্রবর্তী, এডিএফও বিজন কুমার নাথ, নারায়ণী ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অর্পিতা রায় এবং কোচবিহার ডিভিশনের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদরুদ্দীন শেখ।
ইফতার মাহফিলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। অতিথিরা তাঁদের বক্তব্যে সম্প্রীতির গুরুত্ব ও সামাজিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এই মিলনমেলায় উপস্থিত প্রাক্তনীরা আল আমিন মিশনের শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজের জন্য একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আগামী দিনেও নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
কোচবিহারে আল আমিন মিশনের প্রাক্তনীদের উদ্যোগে ইফতার মাহফিল, সম্প্রীতির বার্তা
Posted by Sangbad Ekalavya on Sunday, March 23, 2025
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊