আতশবাজির আগুন থেকে দিনহাটা চওড়াহাটে আগুন আতঙ্ক!  

Dinhata


আতশবাজির আগুন থেকে চওড়াহাট সবজি বাজারে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার রাতে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এদিন রাত আটটা নাগাদ একটি বিয়ে বাড়ির শোভাযাত্রা রংপুর রোড দিয়ে যাওয়ার সময় আতশবাজি ফাটালে তা কোনো ভাবে কাত হয়ে চারিদিকে তার আগুন ছড়িয়ে পড়ে। আর সেই আগুনের একটি অংশ গিয়ে পড়ে সবজি বাজারের ছাদে। আর এরপরেই সেখানে থাকা বর্জ্যে আগুন লেগে যায়, যদিও ব্যবসায়ীদের তৎপরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও পড়ে দমকল এসে ঘটনাস্থলে পৌঁছায়। 


পাশাপাশি এই ঘটনায় বিয়েবাড়ির শোভাযাত্রায় অতিথিদের মধ্যে হুড়োহুড়িতে মানব রায় নামে এক যুবকের চোখেও আতশবাজির আগুন লেগে যায় বলে খবর।এরপর তাকে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো না থাকায় তাকে কোচবিহারে রেফার করা হয়। 



স্থানীয় পান ব্যবসায়ী পার্থ কুন্ডুর কথায় হঠাৎ বিয়েবাড়ি শোভাযাত্রার আতশবাজি থেকে আগুন এসে দোকানের ওপরছাদে পড়ে এরপরেই আগুন লেগে যায়।এরপর আমরাই জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।