মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মৃত এক,আহত প্রায় আট
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। মৃত এক,আহত প্রায় আট জন। এলাকায় থমথমে পরিবেশ মোতায়ন রয়েছে খন্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সগরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আক্রান্তদের অভিযোগ প্রায় বছর দুয়েক আগে গ্রামের বারোয়ারি থেকে বাদ দেওয়া হয় বেশ কিছু পরিবারকে। বারোয়ারি থেকে বাদ পড়া ঐ পরিবারের লোকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। জানা গেছে, গতকাল দোল কালী পূজার বিসর্জন ছিল, বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষ। সোমবার সকালে বারোয়ারি থেকে যে সমস্ত পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ আরও চরম পর্যায়ে পৌঁছায়। শুরু হয় ইট বৃষ্টি, আহত হয় বেশ কয়েকজন এবং একজন নিহিত হয়। নিহতের নাম শীতল খাঁ (৫৯)।
আক্রান্ত পক্ষের দাবি, অভিযুক্তদের মধ্যে রয়েছে পঞ্চায়েত সদস্য ও শাসকদলের বুথ সভাপতি।
মৃতের ছেলে অজয় খাঁ বলেন, সম্পূর্ণ ঘটনাটি শাসকদলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ-র নেতৃত্বে ঘটে।
যদিও খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনায় যারা জড়িত পুলিশ তদন্ত করছে দোষীদের বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ এর সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊