গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে, ভুয়ো কলে পা-দিতেই গ্রাহকের একাউন্ট থেকে কেটে নিলো টাকা। ঘটনায় চাঞ্চল্য দিনহাটায়
গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে, ভুয়ো কলে পা-দিতেই গ্রাহকের একাউন্ট থেকে কেটে নিলো টাকা। এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে দিনহাটা জুড়ে । জানা যায় দিনহাটা ২ নং ব্লকের বুড়ির হাট ২ গ্রাম পঞ্চায়েতের খট্টিমারির বাসিন্দা নিত্যানন্দ বর্মন এর কাছে আজ সকালে সাহেবগঞ্জ এইচপি গ্যাস সেন্টারের নাম করে ভুয়ো কল আসে। তাকে বলা হয় বহুদিন ধরে জমে থাকা গ্যাস সিলিন্ডারের ভর্তুকির ৮৯০০ টাকা তার একাউন্টে ঢুকবে। হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠিয়ে সেখানে পে করতে বলা হয় তাকে। ওই ব্যক্তি ৮৯০০ টাকা পাওয়ার জন্য সেখানে পিন কোড দিতেই তার অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা কেটে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আবারো ২১৫০ টাকা পে করতে বলা হয়, তাহলেই নাকি ৮৯০০ টাকা তার একাউন্টে ঢুকবে। সন্দেহ হতেই ওই ব্যক্তি সাহেবগঞ্জ গ্যাস অফিসে ফোন করলে বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। এরপর তরিঘড়ি তিনি সাহেবগঞ্জ গ্যাস অফিসে এসে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
একাউন্টে অল্প টাকা থাকায় মাত্র ২০০ টাকাই কেটে নিয়েছে প্রতারকরা। বেশি টাকা থাকলে আরো বড় ধরনের প্রতারণা হতে পারত।
ঘটনা প্রসঙ্গে সাহেবগঞ্জ এইচপি গ্রামীণ গ্যাস বিতারক পার্থ নাগ , গ্যাসের টাকা ঢুকিয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছে ফ্রড কল আসে। তথ্য শেয়ার করতেই ওনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। আমরা গ্যাস অফিসের মাধ্যমে গ্রাহকদের সবসময় সচেতন থাকতে বলি। শুধু গ্যাস গ্রাহকই নয় বিভিন্নভাবে সাইবার ক্রাইম প্রতারণা চলছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊