হোলিতে কড়া নিরাপত্তা জাল, জলদাপাড়ায় বন্যপ্রাণ রক্ষায় জোরদার পদক্ষেপ
জলদাপাড়া জাতীয় উদ্যানে হোলির সময় বন্যপ্রাণ রক্ষা এবং চোরাশিকার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপন্ন একশৃঙ্গ গণ্ডার সহ অন্যান্য বন্যপ্রাণীদের সুরক্ষায় বন দফতর দিনরাত টহলদারি ও নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে। চোরাশিকার, দাবানল, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের মতো বেআইনি কার্যকলাপ রুখতেই এই উদ্যোগ।
বন দফতর সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, বন্যপ্রাণ ও বন বাঁচাতে বন দফতরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এই কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি (জেএফএমসি)। গত দিন থেকে শুরু হওয়া এই বিশেষ নজরদারি আগামী ১৫ দিন ধরে চলবে।
নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল:
অস্ত্রধারী বনরক্ষীদের দ্বারা ২৪ ঘণ্টা টহলদারি এবং কঠিন এলাকায় হাতি ব্যবহার করে নজরদারি।
প্রশিক্ষিত কুকুরের সাহায্যে প্রবেশ ও বাহির পথে নাকা চেকিং, যাতে অবৈধ অস্ত্র ও বন্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ পাচার আটকানো যায়।
আধুনিক যন্ত্রের সাহায্যে স্থানীয় চা বাগান ও বন গ্রামগুলিতে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনও ফাঁদ বা অস্ত্র উদ্ধার করা যায়।
খবর সংগ্রহ ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
আকাশপথে নজরদারির জন্য একাধিক শক্তিশালী ড্রোন ব্যবহার করা হচ্ছে।
জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। বনদপ্তর জানিয়েছে, বন্যপ্রাণ রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊