Eid Ul Fitar Greetings: খুশির ঈদে শুভেচ্ছা জানান প্রিয়জনকে

Eid Ul Fitar Greetings: খুশির ঈদে শুভেচ্ছা জানান প্রিয়জনকে



"রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ...."। রমজান মাসের ৩০দিন রোজা রেখে শাওয়াল মাসের ১ তারিখ ইসলামের ধর্মের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হয়।

এদিন রোজা রাখার আনন্দে সকালে মিষ্টিমুখ করে ঈদ গাহ মাঠে সকল মুসলিম সমবেত হয় ঈদের নামাজ আদায় করার জন‍্য।

শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরবে। তার একদিন পরে ভারতের পালিত হয় পবিত্র ঈদ উৎসব।


ইসলামি মাস রমজান অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। সারা দেশে মুসলমানরা বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

মুসলমানরা রোজা নামে পবিত্র মাস উদযাপন করে। এই রোজার সময় তাদের খাওয়া-দাওয়া থেকে বিরত থাকতে হবে। রোজা পালনকারী মুসলমানদের রোজা শুরু করতে হবে প্রাক-ভোরের খাবার দিয়ে যাকে সেহরি বলা হয় এবং সূর্যাস্তের পর ইফতার নামক খাবার খেয়ে রোজা শেষ করতে হয়।

Eid Ul Fitar Greetings: খুশির ঈদে শুভেচ্ছা জানান প্রিয়জনকে

প্রতিদিন ভোর ও সন্ধ্যার সময় পরিবর্তিত হয় তাই সেহরি ও ইফতারের সময় জানা জরুরি।

Eid Ul Fitar Greetings: খুশির ঈদে শুভেচ্ছা জানান প্রিয়জনকে

বিশ্বাস অনুসারে, ইসলামের পবিত্র মাস মুসলমানদের তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা চাইতে সাহায্য করতে পারে। যদিও অনেক লোক রোজার জন্য প্রয়োজনীয় খাওয়ার নির্দেশাবলী অনুসরণ করে, কিছু লোককে সারাদিন রোজা না রাখার বিষয়ে কিছু শিথিলতা দেওয়া হয়। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা, গর্ভাবস্থা বা ঋতুচক্রের মধ্য দিয়ে যাচ্ছে এমন ব্যক্তিদের রোজা রাখা নিষিদ্ধ।

Eid Ul Fitar Greetings: খুশির ঈদে শুভেচ্ছা জানান প্রিয়জনকে

আসুন এই পবিত্র খুশির ঈদে প্রিয়জনকে স্যোসাল মিডিয়ায় শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস দিয়ে-