রাধাগোবিন্দ মন্দিরের দেওয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে থানায় অভিযোগ গ্রামবাসীদের

demolition of Radha Govinda temple wall


ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ২ নং ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বালিকা রাধাগোবিন্দ শিব মন্দিরে ভক্তরা কীর্তন করছিলেন প্রতিদিনের মতনই। অভিযোগ, গত ২৪ তারিখ রাত্রি আনুমানিক আটটা নাগাদ, মনজিৎ রায় নামে এক ব্যক্তি বালিকা রাধাগোবিন্দ শিব মন্দিরে প্রবেশ করেন, তারপর সেই কীর্তনীদের উপর চড়াও হন এবং তাদেরকে মারধরও করেন, এছাড়া রাধা গোবিন্দ শিব মন্দিরের দেওয়াল ও ভেঙে দেন। আরও অভিযোগ, মন্দিরে ঠাকুরের প্রসাদ ফেলে দেন তিনি।

গ্রামবাসীরা থানায় অভিযোগ করে আরও জানিয়েছেন মনজিৎ রায়ের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল ।

এই বিষয়ে জানাজানি হতেই পুরো এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেন তার ওপর, পরবর্তীতে এলাকার সকলে মিলে গত ২৬ মার্চর সাহেবগঞ্জ থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন মনোজিৎ রায়ের বিরুদ্ধে।

এই বিষয় নিয়ে সাহেবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, অভিযোগ এসেছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।