বকেয়া প্রাপ্য নিয়ে বচসা! ধারালো অস্ত্রের আঘাত ঠিকাদারকে!

contractor was attacked with a sharp weapon



নির্মাণ শ্রমিকের প্রাপ্য টাকা চাইতেই ধারালো অস্ত্রের আঘাত ঠিকাদারের উপর। পূর্ব বর্ধমানের মেমারী থানার পারিজাতনগর এলাকার ঘটনা। ঘটনায় আঘাত প্রাপ্ত হন নির্মাণ কাজের সাথে যুক্ত ঠিকাদার তন্ময় বালা। অধারালো অস্ত্রের আঘাতে অল্পবিস্তর জখম হন ঐ ঠিকাদার। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।

প্রসঙ্গত, মেমারী পৌরসভার পারিজাত নগর সংলগ্ন উদয় পল্লী(পূঃ) ২ নং ওয়ার্ড এর বাসিন্দা দীপক বিশ্বাসের বাড়ি নির্মাণের পুরো দায়িত্ব দেওয়া হয় আহত ঠিকাদার তন্ময় বালাকে। সেই মত বেশ কিছু শ্রমিক নিয়ে দফায় দফায় গৃহ নির্মাণের কাজ করতে থাকে। সোমবার বিকেল ঐ ঠিকাদারকে বকেয়া অর্থ দেওয়ার কথা ছিল। সেই মত দীপক বিশ্বাসের বাড়িতে ঠিকাদার তন্ময় বাবু যান। এরপর আর্থিক লেনদেনের হিসাব নিয়ে শুরু হয় দুজনের মধ্যে উচ্চ বাক্যালাপ। অভিযোগ সেই সময় দীপক হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন ঐ ঠিকদারের উপর! তখন সেখানে উপস্থিত শ্রমিক ও স্থানীয়রা ছুটে আসে। দেখা যায় দিপক বিশ্বাসের হাথে একটি কাটারী রয়েছে।

আহত ঠিকাদার তন্ময় বালা বলেন তাকে ৩ বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। যার মধ্যে ২ বার তার গায়ে আঘাত লাগে। গলার বাম পাশে ও বুকে আঘাতের দাগ রয়েছে। বাম পাশে ঘাড়েও আঘাতের চিহ্ন দেখা যায়।

এরপর উপস্থিত শ্রমিকরা তাকে উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সোমবার রাতে মেমারী থানায় আহত ঠিকাদারের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ।